December 23, 2024, 2:44 am
বায়জিদ হোসেন, মোংলা।
মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৩ টায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বৈরাগীখালী বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে ইউনিয়নের তরুণ যুব সংঘ।
অনুঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপি`র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। পরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মাদক ছেড়ে খেলাধুলার দিকে অগ্রসর হতে সকল তরুণ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ক্রিয়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিত প্রাণ ক্রিয়া সংগঠক ক্রিয়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন।
কৃষিবিদ শামিমুর রহমান শামীম আরো বলেন, আজকে ক্রিয়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে,এবং মোংলা রামপাল আমি মাদক মুক্ত রাখতে খেলাধুলাকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিব রবিবার (২২শে ডিসেম্বর ) বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম রহমান শামীম এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ শেখ, বুড়িরডাংগা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস,
সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, আরাফাত রহমান কোকো ক্রিয়ার সংসদ এর সভাপতি মো: শাহ আলম শেখ,
সাধারণ সম্পাদক মোল্লা মেহেদী হাসান সবুজ,
উপজেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম, যুবদল নেতা বাবুল হাওলাদার। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ফাইনাল খেলায় বৈরাগীখালী তরুণ স্মৃতিসংঘ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উদ্দীপন যুবসংঘ।