December 22, 2024, 9:32 am
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের সভাপতি এবং ইশ্বরদী উপজেলার নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আলহাজ্ব মোঃ নওশের আলী মন্টুর সভাপতিত্বে ও মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন। এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল কাদের তাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এছাড়া শিক্ষকদের সকল ধরণের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।