December 22, 2024, 9:07 am
এম এ আলিম রিপন: সুজানগর পৌর শহরের ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শহিদুর রহমান । সে অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব নিজাম উদ্দিন প্রামানিকের একমাত্র ছেলে। এদিকে নতুন এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে এডহক কমিটির প্রথম এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ আলমগীর হোসেন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নতুন সভাপতি শহিদুর রহমান জানান তিনি যেন কলেজের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, এর আগে ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন প্রামানিকের সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র শহিদুর রহমানকে সভাপতি মনোনীত করা হয়।গত ৯ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।তাছাড়া পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রশিবির নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিনকে বিদ্যোৎসাহী সদস্য, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ হিতৈষী সদস্য এবং কলেজের শিক্ষকদের মধ্য থেকে মোখলেসুর রহমান সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।