বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছার জনজীবন বিপর্যস্ত

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শীত মৌসুমে প্রথম শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছাসহ উপকূলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলায় নিচু জমিতে দেরিতে আমন ধান কর্তন শুরু হওয়ায় ক্ষেতের পাকা ও কাটা ধানের ক্ষতির শঙ্কা বাড়ছে।

গতকাল শুক্রবার গভীর রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি এই বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে রোদের দেখা মেলেনি। ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। শহর ও গ্রামের বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। যা ব্যবসায়ীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। একদিকে শীত, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে তারা কাজেও যেতে পারছেন না। শীত ও বৃষ্টি উপেক্ষা করে দিনমজুর ও ভ্যানচালকরা যারা কাজে বের হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে।
বৃষ্টিতে শীতের দাপট আরও বেড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা, হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।
দিনমজুর কওছার আলী বলেন, রোদ ওঠেনি তার ওপর গুড়ি গুড়ি বৃষ্টি। কনকনে শীতে হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবে বাড়িতে বসে থাকলে তো আর মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে এই শীত-বৃষ্টির মধ্যে কাজের সন্ধানে বের হয়েছি। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আবহাওয়ার এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *