December 22, 2024, 2:27 am
এম এ আলিম রিপনঃ বিগত ১৭ বছরে দেশের সকল শ্রেণি পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। গত ১৭ বছরে আটবার সারের দাম বাড়ানো হয়েছিল।বিশেষ করে ইউরিয়া সারের চারগুণ মূল্যবৃদ্ধি এবং বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে কৃষিপেশা এখন অলাভজনক পেশায় পরিণত হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। কৃষকের মুখে হাসি ছিল না। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে। বাংলাদেশ সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে অনুষ্ঠিত কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন জনগণের ভোটে বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকের মুখে হাসি থাকবে। আমরা কৃষকের মুখে হাসি ফোটাবো। কৃষিকে আধুনিক কৃষিতে পরিণত করবো। আমরা কৃষকদের নিয়ে সুজলা-সুফলা শস্য-শ্যামলা আধুনিক কৃষিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি দেশের গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষ ও কৃষকের পক্ষে থাকবে। তিনি বলেন শেখ হাসিনা চলে গেলেও বিপদ এখনো শেষ হয়ে যায়নি। আবারও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত ১৭ বছর গোটা জাতিকে নির্যাতন করেছে। গণতন্ত্রের মতো দেশের রাজনীতি, অর্থনীতিও ধ্বংস করেছে। ব্যাংক ধ্বংস করেছে। সব জায়গায় দুর্নীতি করেছে। তারা আবারও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হতে হবে। স্থানীয় কুড়িপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এদিন বিকাল ৪টায় জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস,সদস্য সচিব জসিম বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, বিএনপি নেতা আনিছুল হক বাবু,ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ(হারুন হাজারী) ও বিএনপি নেতা লিটন, .গোলাম মোর্তজা, ইয়াকুব আলী প্রামানিক, আলাউদ্দিন,আলী আকবর ও সাফা প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।