December 22, 2024, 1:52 am
এম এ আলিম রিপন ঃ পাবনা-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের ডাকে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো তা ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের মাধ্যমে তা শেষ হয়। দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনেছে। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস। মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত বিজয় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব আরো বলেন, বিগত ১৬ বছর স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি এদেশের মানুষ। এক ব্যক্তিকে তুলে ধরতেই ১৬ বছর পার হয়ে গেছে। যার নাম ১৬ বছর ধরে শেখানো হলে এক নিমিষে তার নাম নেওয়া মত লোক আর বাংলাদেশে নাই। এখন সময় এসেছে জাতির সামনে সত্য তুলে ধরার। জাতিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখন্ডের জন্ম হতো না। আমরা লাল সবুজের পতাকা পেতাম না। অথচ ফ্যাসিস্ট আওয়ামীলীগ জিয়ার অবদান অস্বীকার করে গেছেন। এর পরিনাম তারা ভোগ করতে শুরু করেছে। তারা এখন দেশ থেকে বিতারিত। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম,আহম্মদ আলী লাটু, মহিলা দল নেত্রী হাজারী লুৎফুন্নাহার,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, যুগ্ন আহ্বায়ক শফিউল আযম,সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, যুবদল নেতা ফজলুল হক,ছাত্রদল নেতা সাকিবুল ও গাজী মাজহারুল ইসলাম প্রমুখ । এর আগেমহানবিজয় দিবস পালন উপলক্ষ্যে এদিন দুপুরে পাবনা-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বের হওয়া বিজয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুজানগর পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। স্মরণকালের সবচেয়ে বড় এ বিজয় র্যালিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ অংশ নেয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।