ঈদগাঁওতে কাঠের দোকানে যাত্রীবাহী বাস আহত-৩

মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

মহাসড়কের পাশের ফুটপাত দখল করে কাঠের ব্যবসা করেন সালা উদ্দিন নামের এক ব্যক্তি। তার দোকানে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে ঢুকে পড়েছে।এতে ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী।আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ১০০ গজ উত্তরে শাহ ফকির বাজারস্থ এঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৩১০৩) বাসটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারস্থ পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সালাহউদ্দিনের কাঠের দোকানে ঢুকে পড়ে।এতে কাঠের দোকান ও ডেকোরেশনের দোকান তছনছ হয়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কর্মচারী কবির আহমদসহ ৩ জন আহত হয়।

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরাবাজারস্থ কাঠের দোকানে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেছে। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *