March 11, 2025, 7:44 pm
এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সাগরকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সাগরকান্দি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মিজানুল হক বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন খানের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ(হারুন হাজারী), জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী শেখ ও জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল ।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।