December 19, 2024, 10:15 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ১৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন।
জেলার পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম, এএসআই হাচানুর রহমান, আম্মান হাসিন, হেলাল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ০৬ নং গোড়ল ইউপির অন্তর্গত ০৭ নং ওয়ার্ডের গোড়ল (পাইকারটারী) মৌজার পাইকারটারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে থাকা জগদীশ চন্দ্র (৪২),এর পুকুর পাড়ে মালিক বিহীন পতিত্যাক্ত অবস্থায় ১৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৬নং গোড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাইকারটারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পুকুর পাড়ে মালিক বিহীন পতিত্যাক্ত অবস্থায় ১৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ।
হাসমত উল্লাহ ।।