চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের মত রাজশাহীর চারঘাটেও আন্তর্জাতিক অভিবাসন দিবস- ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, জন স্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক কাউসার আহমেদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Leave a Reply