কুড়িগ্রামে বানভাসীদের নেই ঈদের আনন্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

এইতো কদিন আগেই দুই দফা বন্যায় ভাসছিলো কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল। পানিবন্দি ছিলা প্রায় দুই লক্ষাধিক মানুষ। বন্যায় ক্ষত বিক্ষত হয়েছিলো রাস্তাঘাট, বাড়িঘর। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। বন্যার এই ধকল না কাটতেই দরজায় কড়া নারে পবিত্র ঈদ-উল আজহা। ঈদের খুশিতে ম্লান করে দিয়েছে বন্যার ভয়াবহতা। তাই চরাঞ্চলে ও নিন্মঞ্চলর মানুষের মাঝে নেই ঈদের আনন্দ।

বানভাসীরা জানায়, পরপর দু দফা বন্যায় বিপর্যস্ত হয় পড়েছিলো কুড়িগ্রামের জনজীবন। চরম দুর্ভাগে ছিলেন এখানকার বানভাসীরা। রোজগারের পথ বন্ধ থাকায় আর্থিক সংকট কেঠে উঠেত পারেনি এখনও। তলিয়ে যাওয়া রাস্তাঘাট ও বসতবাড়ি থেকে পানি নেমে গেলেও রেয়ে গেছে ক্ষতির চিহ্ন। তাই এবারের ঈদ তাদের কাছে আনন্দ না হয়ে হয়েছে কষ্টের। হয়নি সন্তান ও পরিবারর কেনাকাটা এমনকী ঈদের খরচও। পেটের দায়ে ঈদের দিনও কাজের খোঁজে বের হতে হয়েছে তাদের।

বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বলেন নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের কফিলের চর, সবুজপাড়া, চর রহমানের কুটিসহ এমন বন্যা কবলিতদর এ বছর নেই ঈদের আনন্দ। এতে ব্যাথিত হয়েছে ইউপি চেয়ারম্যান নিজেও। তাদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *