সুজানগরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম চলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, আলু,সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারক অভিযান করা হয়। এ সময় ৬ প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা, মূল্যবিহীন পণ্য বিক্রি ,দাম বেশি রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে সুজানগর পৌর বাজারের ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া সবজি বাজার, মুদি দোকান, আলু পেঁয়াজের অন্যান্য আড়ৎসহ আরও কিছু প্রতিষ্ঠানে তদারক করা হয়।  এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। 

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *