December 18, 2024, 6:33 am
এম এ আলিম রিপনঃ বিজয়ের ৫৩বছর পূর্তিতে বিজয় মেলার আয়োজন করেছে সুজানগর উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।অনুষ্ঠানে ইউএনও পত্নী , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় নারী উদ্যোক্তাদের স্টলে হস্তশিল্প, উপজেলার গাজনার বিলের শুঁটকি,নানা রকম পিঠা সামগ্রীসহ হরেক রকম পণ্যের সমাহার ক্রেতাদের নজর কাড়ে। পরে মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।