December 18, 2024, 8:03 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নেছারাবাদে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন: বিতর্কে আওয়ামী লীগ সমর্থিত নেতা বানারীপাড়ায় একই দিনে চারজনের মৃ-ত্যুতে শোকে স্তব্ধ সুজানগরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলা নেছারাবাদে বিজয় দিবস উপলে মাদ্রাসার র‌্যালি ও আলোচনা সভা জমি নিয়ে বিরোধ ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের পাইকগাছায় ই- ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা সদরে জামায়াতের লিফলেট বিতরণ পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় উদযাপিত র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৩৩৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জমি নিয়ে বিরোধ ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

জমি নিয়ে বিরোধ ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা সিঙ্গা গ্রামে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিলঘুষিতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর প্রতিবেশির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ উদ্দীনের মৃত্যু হয়। তিনি উপজেলার ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের মেহের আলীর ছেলে স্বপনের নামে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন। স্থানীয়রা জানান, প্রতিবেশি স্বপনের সঙ্গে এক শতকেরও কম জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রাহাজের। এ নিয়ে সিঙ্গা গ্রামের বাজারে রাহাজ ও স্বপনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। শুনেছি স্বপন তার গলাই গামছা দিয়ে টেনে নিয়ে বেড়ায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাহাজ উদ্দিনকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। নিহতের ছেলে পলাশ অভিযোগ করেন, মঙ্গলবার সকালে আমার পিতাকে মারধর করে স্বপন। তাকে গলাই গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করে। ফলে ঘটনাস্থলেই পিতা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে মারা যেতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে তিনি জানান।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD