আগৈলঝাড়ার বাশাইল উদয়ন সংঘের নতুন কমিটি গঠন

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন বাশাইল উদয়ন সংঘ-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাশাইল স্কুল রোডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপদেষ্টা মণ্ডলী ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ সামি ইসলাম রোকন-কে সভাপতি এবং তাকবীর রহমান শাওন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন হাওলাদার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন রনি, প্রচার সম্পাদক আলভী হাওলাদার এবং সদস্য পদে নিজারুল ইসলাম, ইকরামুল হাচান আকাশ, মাসুদ সরদার ও রাজিব মোল্লা।সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ইমরান হোসেন, রুবেল ফকির, মিন্টু সরদার, মাসুদ হোসেন এবং রানা হাওলাদার তাদের বক্তব্যে বলেন, বাশাইল উদয়ন সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। এর মধ্যে রয়েছে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি।সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ সামি ইসলাম রোকন বলেন, “সমাজের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা তরুণদের নিয়ে একসাথে কাজ করে সমাজকে এগিয়ে নিতে চাই।”
সাধারণ সম্পাদক তাকবীর রহমান শাওন বলেন, “সংগঠনের চলমান সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতাই আমাদের মূল শক্তি।নতুন কমিটি সমাজের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করে বাশাইল উদয়ন সংঘকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *