খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে বাজার রোড সিঙ্গার শোরুমের পাশে রাতের আঁধারে আমতলী বস্ত্রালয়ের পিছনের দেওয়াল ভেঙে কাপড়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে আমতলী বস্ত্রালয়ে এ চুরির ঘটনা ঘটে।
আমতলী বস্ত্রালয়ের প্রোপাইটার হায়দার আলী জানান, তিনি রবিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। সোমবার সকাল ১০ টায় শাটার তুলে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের পিছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকটি তাক (র্যাক) থেকে দামি বয়েল কাপড়ের শাড়ি ও থ্রি পিস নিয়ে গেছে চোর চক্র। চুরি হওয়া কাপড়ের মূল্য প্রায় এক লক্ষ টাকা। তাছাড়া ক্যাশ বাক্সে থাকা নগদ ১,১১,০০০/- হাজার টাকা নিয়ে যান চোরেরা। সবমিলিয়ে তার ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক হায়দার আলী।
তারাগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ জানান, ‘প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে এ দোকানে চুরি হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply