এম এ আলিম রিপনঃ মহান বিজয় দিবস উপলক্ষে সুজানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামায়াত ইসলাম।সোমবার (১৬ ডিসেম্বর) সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে ক্ষমতায় ঠিকে ছিল। বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।আমীর আরও বলেন, জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে সব বৈষম্যের ঊর্ধ্বে উঠে সুখী, শান্তি, সম্প্রীতিময় সোনার বাংলাদেশ রচিত হবে। আমীর এ সময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করেন।সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কেরামত আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারক-ই আযম,সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল মমিন ও সেক্রেটারী কেএম মকবুল হোসেন(বকুল মাস্টার) প্রমুখ। শেষে মহান মুক্তিযুদ্ধে ও ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম।

Leave a Reply