মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি পৃথকভাবে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস-২০২৪ পালন করেছেন।
সোমবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে ও পৌর বিএনপি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্প মাল্য অর্পণ করা হয়।এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, রামজীবন ইউনিয়ন বিএনপির সভাপতি আশেক আলী মাস্টার প্রমূখ।
অপরদিকে একই ভাবে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম আহবায়ক, ইফতেখার হোসেন পপেল, মোস্তাক আহমেদ, নাহমুদুল হক রাসেল, লিংকন, যবুদল আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিচু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোনা, রফিকুল ইসলাম, ছাত্রদল আহবায়ক আদনান আহমেদ রাজু, সদস্য সচিব রায়হান, ডি ডব্লিউ সরকারি কলেজ আহবায়ক রুবেল আহমেদ, শ্রমিক আহবায়ক আঞ্জু মিয়া প্রমূখ।

Leave a Reply