আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বিএনপি নেতা প্রয়াত শীশ মোহাম্মদ স্মরণে একদিন ব্যাপী শীশ মোহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর শনিবার
কলমা যুব সংঘের উদ্যোগে ও এমদাদুল হক এমদাদের পরিচালনায় কলমা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একদিন ব্যাপী শীশ মোহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউপি বিএনপির সম্পাদক ও সহকারী শিক্ষক মানিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শামসুল আলম মিন্টু ও উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক রাসেল আহম্মেদ।
এদিন শীশ মোহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন।
এসময় ক্রীড়ামোদী বিভিন্ন শ্রেণীপেশার বিভিন্ন বয়সের মানুষ খেলা উপভোগ করেন করেন। খেলায় বিজয়ী হয়েছে মান্দা এবং রানারআপ হয়েছে চৌবাড়িয়া। বিজয়ী দলকে প্রথম পুরুস্কার ১৫;হাজার টাকা ও রানারআপ দলকে দ্বিতীয় পুরুস্কার ১২ হাজার টাকা দেয়া হয়।
তানোরে শীশ মোহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন

Leave a Reply