মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ ও উপজেলা প্রশাসন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন।
শনিবার সকালে কলেজ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকারের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক, আলী জাফর ইজাজ, আবু সোলায়মান সাজা, হাজী মশিউর রহমান,সাইফুজ্জামান পাভেল, আব্দুর রউফ, রফিকুল ইসলাম প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাণ উৎসর্গকারী দেশপ্রেমিকদের আত্মার মাগফেরাত কামনা করে প্রভাষক মোখতারুল আলম দোয়া মোনাজাত পরিচালনা করেন।
অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উপজেলা প্রশাসন। উজালী নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম রেজা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, সমাজ সেবা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সামাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ। এর আগে উপজেলা কেন্দ্রীয় বধ্যভূমি শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

Leave a Reply