গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম 

বাবুল হোসেন।।

পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে শুক্রবার বিকেলে

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ব্যতিক্রমধর্মী খেলা অনুষ্ঠিত হয়।

 

গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল- হাড়িভাঙা, পাক্ষি খেলা, বউচি, হা-ডু-ডু, টিপু খেলা।

খেলায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের বালক-বালিকারা পাক্ষি ও বউচি খেলায়, প্রতিটি ইউনিয়ন থেকে দুইজন করে কৃষক হাড়িভাঙা খেলায় এবং বোদা সদর ইউনিয়ন পরিষদ এর সাথে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের অতিথিরা টিপু খেলায় অংশ নেন।

এমন ব্যতিক্রমধর্মী খেলা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারও মানুষ। আয়ান নামে এক স্কুল ছাত্র বলেন, আমি এই খেলাগুলো কোনোদিনও দেখিনি, আজকে প্রথম দেখলাম, দেখে খুব ভালো লাগলো।

শান্তু নামে এক নারী বলেন, ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলাগুলো দেখতে পরিবারসহ এসেছি। এমন আয়োজন দেখে খুব ভালো লাগছে। আমরা চাই প্রতিবছর যেন এমন আয়োজন হয়।

খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন, বোদা উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, আটোয়ারী উপজেলার নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান প্রমুখ।

বোদা উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *