December 27, 2024, 1:06 am
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়।
মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি প্রমুখ। অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।