রাজধানী মিরপুর দারুস সালাম ১২ নং ওয়ার্ডের যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

সুমন খান:

রাজধানীর মিরপুর দারুসসালাম থানার ১২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীর করার লক্ষ্যে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ ঘটিকায় আনসার ক্যাম্প ওয়াকাফ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,শরিফ উদ্দিন জুয়েল আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, যুবদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব। ঢাকা মহানগর উত্তর, যুবদল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তসলিম আহসান মাসুম, যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবুল হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। সভাপতিত্ব করবেন, মনিরুল ইসলাম মনির সাবেক সাধারণ সম্পাদক, দারুসসালাম থানা, যুবদল। সঞ্চালনা করেন, শেখ মর্তুজা আলী মিলন সাবেক সাংগঠনিক সম্পাদক, দারুসসালাম থানা, যুবদল।

এ সময় বক্তারা বলেন, দলের মধ্যে যাতে কোন অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা কর্মী প্রবেশ করতে না পারে ! এদিকে লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে। দেশ শুধু আমার না সবার এ দেশ বাংলাদেশ।

কোন অবস্থাতেই কোথাও চাঁদাবাজি না করে। চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারী দলের যেই হোকনা কেন তাদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবেনা। এছাড়া বক্তব্যে আরও বলা হয় কোন অনুপ্রবেশকারী যেন দলের ভিতর ঢুকতে না পারে এবং দলের ভিতর কোন রকম কোন্দল বা নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেদিকে সবার সচেতন থাকতে হবে। সবশেষে বক্তারা জনাব তারেক জিয়ার ৩১ দাফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর গুরুত্ব জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সকল কর্মীদের নির্দেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *