গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় : গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত পনের বছরে স্বৈরাচার হাসিনার সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতন শিকার হন তারা। গুম-খুনের সাথে যারা জড়িত ছিলো তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *