স্বরূপকাঠিতে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

আনোয়ার হোসেন,

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা//

স্বরূপকাঠিতে প্রতারনার অভিযোগে জাহিদ বকাউল (২৫)নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার (পুলিশ আইডি বিপি ৯৯১৮২১৫৭৯৮) । স্বরূপকাঠি বাজারের আনহা সুপারশপ বিকাশ ও ফ্লাক্সিলোডে ব্যবসায়ী মো. হুসাইনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে। পুলিশ তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।

বিবরনে জানাগেছে,পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা শরীফের মাহফিলে ডিউটি করার জন্য এসে স্বরূপকাঠি বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দু’টি বিকাশ নাম্বারে ২১ হাজার ৮০০টাকা নেয়। তখন দোকানী টাকা চাইলে বলে ডিউটি শেষ করে টাকা দিতেছি। এক পর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানায়। পুলিশ তদন্ত সাপেক্ষে তাকে আটক করে।

উল্লেখ্য সে একই ভাবে শতাব্দি টেলিকম থেকে ২০ হাজার,বাস ষ্ট্যান্ডের রিমন আহম্মেদের দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছে বলে জানা গেছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *