পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কাগজী বাসভবনে কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উপদেষ্টা রাশিদা জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। কেএফডি ৯৮ ব্যাচের সার্বিক সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানে ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৩ জন অসহায় প্রতিবন্ধীদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও পরীক্ষার সময় বৃদ্ধি অনুমোদনের ফিসহ প্রতিজনকে ৫ হাজার টাকা এবং একজন প্রতিবন্ধী পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়সহ সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেয়ারম্যান তুহিন নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনার পাশাপাশি অসচ্ছল প্রতিবন্ধীদের ঘর করে দেওয়াসহ নিজ উপজেলার গন্ডি পেরিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *