জীবননগরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃ-ত্যু

মোঃ মুনাইম হোসেন (জীবননগর) প্রতিনিধি :

জীবননগরে বাসার ছাদ থেকে পড়ে বিউটি বেগম (৪২) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে পৌর শহরের বাজার পাড়ার নিজ বাসায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জীবননগর বাজারের ব্যবসায়ী হাসানুজ্জামান হাসানের স্ত্রী। মৃত্যুকালে স্বামী, নাভিদ (২২) ও নাহিব (৭) নামের দুই
পুত্র সন্তান রেখে গেছেন।

নিহতের স্বামী হাসান জানান, গত সোমবার সকাল ৮টার দিকে সবাই যে যার কাজ করছিলাম, তখন বিউটি ছাদে গিয়েছিল কুমড়ো পাড়ার জন্য। কিছুক্ষণ পর নিচে
জোরে একটি শব্দ শুনতে পায়।

কিসের শব্দ হলো সেটা দেখার উদ্দেশ্য তখন সবাই বাইরে গিয়ে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন তাকে দ্রæত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কিন্তু মাথায় মারাত্মকভাবে জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যশোরের রেফার্ড করেন, পরে সেখানেও অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা
মেডিকেল কলেজে পাঠান করেন।

এরপর গত বৃহস্পতিবার রাতে তার মাথায় অপারেশন হলে শুক্রবার বিকাল সাড়ে চার দিকে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে শনিবার (৩০ নভেম্বর) রাত তিনটার দিকে মরদেহ নিজ বাড়ীতে নিয়ে আসা হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *