আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি পিরোজপুর)প্রতিনিধি//
আজ ছারছীনা শরীফের অগ্রহায়ন মাসের ইছালে সওয়াব মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। জোহর নামাজ বাদ মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর শাহ আবু নসর নেছারউদ্দিন আহম্মদ হোসাইন।গত বৃহস্পতিবার মাগরিব বাদ মাহফিলের উদ্বোধন করেন পীর সাহেব। গত দুই দিন দেশের খ্যাতিমান আলেম ওলামাগন ওয়াজ নসিহত করেন বলে সঞ্চালক মাওলানা আজম অহিদুল আলম জানান। এবছর মাহফিলে দেশের ও বিদেশের মেহমানসহ লাখ লাখ মুসল্লি সমবেত হয়েছেন।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

Leave a Reply