পাইকগাছায় গাঁজা সহ আটক ২

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় গোলাম রসুল গাজী (২৫) ও মিথুন বিশ্বাস (২২) নামে দু’ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।আটককৃত গোলাম রসুল গাজী উপজেলার সোলাদানা ইউপি’র বয়ারঝাপা গ্রামের মোঃ নুরু গাজীর পুত্র ও মিথুন বিশ্বাস একই গ্রামের মোঃ মাসুদ বিশ্বাসের পুত্র। এসআই এসএম মোস্তাফিজুর রহমান ও এএসআই মোঃ নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৮ সেপ্টেম্বর বিকাল ৫.৩০মিনিটের দিকে পাইকগাছা উপজেলাধীন সোলাদানা ইউপি’র বয়ারঝাপা পুরাতন খেয়াঘাট সংলগ্ন রহিম গাজীর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে গোলাম রসুল গাজী ও মিথুন বিশ্বাস কে ৪৫গ্রাম গাজাসহ তাদের কে আটক করা হয়। এ অভিযানে এসআই এসএম মোস্তাফিজুর রহমান,এএসআই মোঃ নাসির উদ্দীন ও কনস্টেবল পিযূষ কান্তি ঘোষ সহ সঙ্গীয় ফোর্স এ মিশনে অংশ নেন।ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *