নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য ২৭/১১/২০২৪খ্রিঃ তারিখ রোজ বুধবার নীলফামারী পুলিশ একাডেমি সকাল ১০. ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোর্শেদ আলম উপস্থিত থেকে উক্ত লিখিত পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মনোনীত এম তানভির আহমেদ , ডিসি সচিবালয় নিরাপত্তা বিভাগ, ডিএমপি ঢাকা। এ কে এম ফজলুল হক অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল লালমনিরহাট, ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ি সার্কেল দিনাজপুর। মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ), পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মেডিকেল বোর্ডের সদস্য সজীব কুমার বর্মন মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল নীলফামারী সহ নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে পূর্বের ন্যায় আবারো দৃঢ় কন্ঠে জানান, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে চাকরি পাওয়ার কোন সুযোগ নাই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এবং নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান, উল্লেখ্য যে পুলিশ লাইন্স নীলফামারী ড্রিল শেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ প্রার্থীর ভাইবা অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *