ডিএনসি- কুমিল্লা ৩.৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক

কুমিল্লা থেকে, মোঃ তরিকুল ইসলাম তরুন,
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩.৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

২৭ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম জগমোহনপুর বাজারস্থ রাজস্থান হোটেলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজাসহ মাসুদ রানা(২৪) নামীয় একজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
টেন স্টার হোটেলে একই রেইডিং টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মামুন চৌধুরী (২০) নামীয় একজন আসামিকে ১.৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। উক্ত আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর দক্ষিণ পাড়ার আবুল কাশেম এর ছেলে।

আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *