বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ প্রাণ ফিরে পেয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
গত দুই দিন আগে ও প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ছিল না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ ইস্যু কে কেন্দ্র করে আন্দোলনে ব্যস্ত ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও তাদের দাবিগুলো ছিল ন্যায় সঙ্গত। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আসায় এবং তার অদক্ষতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি অতীত ঐতিহ্য হারাতে বসে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। টানা কয়েকদিনের আন্দোলন শেষে গত ২৫ নভেম্বর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব কে স্কুল পরিচালনার দায়িত্ব অর্পণ করায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়। এর একদিন পর বুধবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানটি। দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব বলেন সৃষ্ট সমস্যা সমাধানের পর বুধবার থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু করা হয়েছে। ৬ষ্ঠ এবং নবম শ্রেণির প্রায় ২৮৪ জন পরীক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিন ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির বাংলা এবং সপ্তম ও নবম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এমন শিক্ষার পরিবেশ ভবিষ্যতে যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে শিক্ষক সহ সবাই কে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন অভিভাবক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। বিদ্যালয়ের সমস্যা নিরসন সহ সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *