প্রেস বিজ্ঞপ্তি।।
বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ২৫.১১.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান এর নেতৃত্বে রংপুর মহানরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)।
উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে
১। মেসার্স রাহি মিঠাই, কেন্দ্রীয় বাসটার্মিনাল, বদরগঞ্জ রোড, মহানগর, রংপুর।
২। মধু মঞ্জুরী সুইটস, বটতলা মোড়, বদরগঞ্জ রোড, মহানগর, রংপুর।
৩। দিপা মিষ্টি মেলা, কেন্দ্রীয় বাসটার্মিনাল,বদরগঞ্জ রোড, মহানগর, রংপুর।
৪। দধি মিষ্টান্ন ভান্ডার, শাপলা চত্তর, স্টেশন রোড, মহানগর, রংপুর।
৫। কিং সুইটস্, শাপলা চত্ত্বর,স্টেশন রোড, মহানগর, রংপুর।
৬। নিউ মুসলিম সুইটস, শাপলা চত্ত্বর, স্টেশন রোড, মহানগর, রংপুর।
৭। হাঁড়ি মিষ্টি ও কনফেকশনারী, জাহাজ কোম্পানীর মোড়, জি এল রায় রোড, মহানগর, রংপুর।
৮। মিষ্টি মুখ, সেন্ট্রাল রোড, পায়রা চত্ত্বর, মহানগর, রংপুর।
৯। আকবরিয়া এক্সক্লুসিভ সুইটস্, সেন্ট্রাল রোড, পায়রা চত্ত্বর, মহানগর, রংপুর।
১০। বৈশাখী মিষ্টি মেলা, সেন্ট্রাল রোড, পায়রা চত্ত্বর, মহানগর, রংপুর।
১১। পুষ্টি, হাড়িপট্টি রোড, মহানগর, রংপুর।
১২। পপিন সুইটস্, হাড়িপট্টি রোড, মহানগর, রংপুর।
১৩। অনামিকা সুইটস্, সিও বাজার, মহানগর, রংপুর।
১৪। বিজিবি সুইটস্, সিও বাজার, কেল্লাবন্দ, মহানগর, রংপুর।
১৫। নিউ মা মনি হোটেল এন্ড রেস্টুরেন্ট, ৮ তলা মসজিদ, মহানগর, রংপুর।
১৬। ইসলাম ফুডস্, ইসলামপুর, হনুমানতলা, মহানগর, রংপুর।
১৭। মতি বেকারী এন্ড সুইটস, কাচারী বাজার, মহানগর, রংপুর।
১৮। মধুমুখি, কাচারী বাজার, মহানগর, রংপুর।
১৯। মহুয়া সুইটস্, কাচারী বাজার, মহানগর, রংপুর।
২০। নিউ পারভেজ হোটেল এন্ড কাবাব রেস্টুরেন্ট, মেডিকেল মোড়, মহানগর, রংপুর।
২১। ঠিকানা রেস্তোরা, মেডিকেল মোড়, মহানগর, রংপুর।
২২। লবঙ্গ হোটেল এন্ড রেস্তোরা, ধাপ জেল রোড, মহানগর, রংপুর।
২৩। কস্তুরী রেস্তোরা, মেডিকেল মোড়, মহানগর, রংপুর।
২৪। মিন স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, মেডিকেল মোড়, মহানগর, রংপুর।
Leave a Reply