ঝালকাঠিতে বিধবা নারীর রহস্য জনক মৃ-ত্যু, পরিবারের অভিযোগ হ-ত্যা

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি সদর উপজেলাধীন দশনাকান্দা গ্রামে খালপাড় থেকে আয়েশা বেগম (৫৫),নামের পঞ্চাশার্ধ বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর সোমবার সকালে  উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আয়েশা বেগম উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দশনাকান্দা এলাকার মৃত আব্দুর রশিদ শরীফের স্ত্রী।

এ বিষয় স্থানীয় সূত্রে জানা যায়, ১২ বছর আগে আয়েশা বেগমের স্বামী মারা গেলে তিনি তাঁর ছোট ছেলেকে নিয়ে নিজ বসত ঘরে বাস করতেন। বড় ছেলে ঝালকাঠিতে থাকেন।গতকাল ২৪ নভেম্বর রবিবার রাতে ছোট ছেলেও পাশের বাড়িতে ছিলেন। সকাল বেলা খালপাড়ে আয়শা বেগমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে।

এ বিষয় নিহতের বড়ছেলে রাশেদুল শরীর জানান, দীর্ঘদিন ধরে আমার চাচা ও চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে তারা পরিকল্পিতভাবে আমার মাকে হত্যা করা হয়েছে। তার মুখমণ্ডলে গুরুতর রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গিয়েছে। কিন্তু পুলিশ ও প্রতিবেশীরা বলছে এটা স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্তের দরকার নেই। তারপর আমি মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশকে ময়না তদন্তের কথা বলি।

এ ঘটনায় ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ২৫ নভেম্বর সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি স্বাভাবিক মৃত্যু। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন‌ রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *