সুজানগর পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

এম এ আলিম রিপন : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খান। ২০২৫- ২৬ কার্যকালের জন্য  পৌর আমীর  নির্বাচিত হন মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা  শাখার সভাপতি এবং পরবর্তীতে  বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার  নায়েবে আমীর  হিসেবে  দীর্ঘদিন  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন  । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য  সকলের কাছে দোয়া ও  আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *