সুজানগরে টেকনো স্মার্টফোনের রি-ওপেন উদ্বোধন

এম এ আলিম রিপন ঃ জনপ্রিয় বিশ্বখ্যাত মোবাইল ব্যান্ড টেকনো স্মার্টফোন এর রি-ওপেন উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌর বাজারের অগ্রণী ব্যাংকের নিচতলায় শনিবার এর উদ্বোধন করেন রংসধৎঃঁ এর সিইও রেজোয়ানুল হক। সুজানগর টেকনো এক্সক্লুসিভ ব্যান্ড শপের কর্ণধার এবিএম মতিয়ার রহমান মধুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রংসধৎঃঁ এর জিপিএস জেরি ইয়ে, মার্কেটিং প্রধান এমডি আসাদুজ্জামান, সিএসএম ইউসুফ আবদুল্লাহ বিন ইদ্রিস,বিএনপি নেতা লাটু প্রামানিক, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের নির্বাহী সম্পাদক শাহজাহান আলী মন্ডল, সহকারী অধ্যাপক ও দৈনিক জীবনকথার সুজানগর উপজেলা প্রতিনিধি এটিএম শামছুজ্জামান ডন, টেকনোর এএসএম জাবেদ হোসেন,আরএসই মাকছুদুল শেখ হিমেল, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী সাহেব আলী মন্ডল, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উদ্বোধনকালে রংসধৎঃঁ এর সিইও রেজোয়ানুল হক বলেন, দেশের বাজারে, নিজেদের প্রসার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে মানসম্পন্ন পণ্য, ব্যবহার অভিজ্ঞতা ও বিক্রয়োত্তর সেবা, প্রতিটি বিষয়ের উপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ফোন কেনার পর ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি টেকনো মোবাইলে ১৩ মাস পর্যন্ত সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছে ।দেশের যে কটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে টেকনো এগিয়ে আছে জানিয়ে তারা বলেন, চাইনিজ র্ব্যান্ড হলেও বিশ্বব্যাপী টেকনোর সুনাম রয়েছে। বাংলাদেশে টেকনো মোবাইল আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় ফিচারের কারণে জনপ্রিয়তা পেয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে নতুন নতুন মডেলের সেট বাজারে আনা হবে। এ সময় অতিথিবৃন্দ আরো বলেন আগামী ৩১ তারিখের মধ্যে একটি টেকনো মোবাইল ফোন কিনলেই সঙ্গে সঙ্গে উপহার সামগ্রী প্রদানের পাশাপাশি লটারীর মাধ্যমে বিজয়ী ক্রেতাদের মাঝে মূলবান পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *