মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আরিফুর রহমান ,মাদারীপুর
মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন ২৫-২৬ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৩ শে নভেম্বর সকাল ৮ টায় শহরের ভূইয়া বাড়ি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শ্রমিক ফেডারেশনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২৫-২৬ সেশনে সাইয়্যেদ মনিরুজ্জামানকে সভাপতি ও মাওলানা রুস্তম হোসেনকে সেক্রেটারি করে ৩৫ সদস্যের কমিটি করা হয়। এসময় নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের পরিচালক জনাব আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল বাশার, অঞ্চল সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান, প্রধান উপদেষ্টা মাওলানা মোকলেছুর রহমন, হাফেজ মো: এনায়েত হোসেনসহ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন এস্তরের নেতাকর্মীরা। পরে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ
অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় , প্রতিটি শ্রমিক নেতাদের দায়িত্ব কর্তব্য প্রতি যতœবান হওয়া, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাঁধে কাঠ মিলেয়ে একসাথে কাজ করা, ইসলামের গুরুত্ব, প্রতিটি শ্রমিকের দ্বারপ্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়াসহ নানান বিষয় আলোচনা হয় ।
অনুষ্ঠান শেষে ফরিদপুর অঞ্চলের পরিচালক আজহারুল ইসলামের অর্থায়েনে , ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ১৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় । এছাড়া আহত ও নিহত পরিবারের পাশে থেকে কাজ করার আহ্বান করেন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *