গাইবান্ধায় ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেঃ সেলিম রেজার নেতৃত্বে এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার-হতে একতা বাজারগামী পাঁকা রাস্তা সংলগ্ন স্থান থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পাশাপাশি ২ মাদক কারবারিকেও গ্রেফতার করেন৷

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী আমেনা বেগম (৬৫) ও একই উপজেলার সওদাগরপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে মানিক মিয়া (৩২)।

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *