শিশুকন্যাকে পাঁচশ টাকায় বিক্রি করলেন মা

মো:বাবুল হোসেন. পঞ্চগড় :

পঞ্চগড়ে নয় মাসের কন্যা সন্তানকে বিক্রি করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। স্ট্যাম্প করে শিশুটিকে মাত্র পাঁচশত টাকায় কিনে নেন রুনা নামের এক নারী। এ ঘটনার পর শিশুটিকে আবার ফিরে পেতে চান মানসিক ভারসাম্যহীন নারী শরিফা খাতুন। পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, সন্তান বিক্রি করা ওই নারী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকার নুর ইসলামের স্ত্রী।

প্রতক্ষ্যদর্শীরা জানান, গত মঙ্গলবার নুরী নামের ওই সন্তানকে একটি হলুদ খেতে রেখে ভিক্ষা করতে যায় মা শরিফা খাতুন। এসময় শিশুটিকে একা দেখতে পেয়ে স্থানীয়রা শরিফাকে ধরে নিয়ে আসে। এসময় শরিফা শিশুটিকে দত্তক দিতে চায়। রুনা নামে এক নারী স্ট্যাম্প করে শিশুটিতে দত্তক নেয়।

শিশুটির বড় ভাই নয়ন জানান, মাকে ভয় দেখিয়ে তারা স্ট্যাম্প করে আমার বোনকে নেয়। ঘটনার পর থেকে মা আরও বেশি পাগল হয়ে যায়। মা শুধু এখন আমার বোনকে ফিরে পেতে কান্না করছে আর ছোটাছুটি করছে। আমরা কয়েকজন আজকে আমার বোনকে আনতে যাই, তখন তারা দেবে না বলে জানায়। আর বলে তোমরা মামলা কর।

কাজলা নামে স্থানীয় এক নারী বলেন, সকালে শরিফা এসে আমার পা জড়িয়ে ধরেছে আর বলছে আপু যেভাবেই পারো, আমার মেয়েকে এনে দাও।

এ বিষয়ে শিশুটিকে দত্তক নেওয়া ওই নারীর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছেলে রুহুল আমিন রানা বলেন, আমরা তো স্ট্যাম্প করে নিয়েছি, এখন আমরা কিভাবে দেবো।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত নই। খবর নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *