November 24, 2024, 4:59 am
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃপাবনার সুজানগর উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনোয়ার হোসেন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। অন্যদের মাঝে বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক ইশতিয়াক আহমেদ ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। বিশেষ অতিথির বক্তব্যে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনোয়ার হোসেন দুদক কর্তৃক শিক্ষা উপকরণ বিরতণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির উদ্যোগ আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সহকারী পরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান,শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ, দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত ছাতা, টিফিন বক্স, জ্যামিতি বক্স, ওয়াটার বোটল, খাতা ও স্কেল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায়ও এসব সামগ্রী বিতরণ করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা)প্রতিনিধি।