January 28, 2025, 10:15 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের সম্মানিত ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়ানো বন্ধ করতে উন্নত প্রযুক্তি ব্যবহার নেছারাবাদে ধারাবাহিক চুরির ঘটনায় দশ দিনের মাথায় চোর ধরা পড়লো ব্যবসায়ীদের হাতে নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার নড়াইলে ভোক্তা অধিকার’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক চোরাকারবারী বন্ধের দাবীতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ দোয়ারাবাজারে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘ-র্ষে আহত ৩ বর্নাঢ‌্য আ‌য়োজ‌নে পা‌লিত হ‌লো এমকে টে‌লি‌ভিশ‌নের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সুজানগরের বর্ষিয়ান রাজনীতিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ মাস্টারকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে উপজেলাবাসী

সুজানগরের বর্ষিয়ান রাজনীতিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ মাস্টারকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে উপজেলাবাসী

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতিফ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সুজানগর পৌরসভার ৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এর সহ সাধারন সম্পাদক ওমর ফারুক সৌরভ এর সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি সোহেল রানা মানিকের সঞ্চালনায় বৃক্ষ রোপণ উদ্বোধনকালে বিএনপি নেতা তোরাপ আলী,ইয়াকুব আলী,রুহুল খান, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, যুবদল নেতা ওবায়দুর সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কাউছার শেখ, ছাত্র প্রতিনিধি শেখ রাফি, এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, উপজেলা প্রজন্মদলের সহ সভাপতি আনাছ প্রামানিক, প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের পরিবারের সদস্যদের মধ্যে তার কন্যা শিউলী আক্তার, নিরব, রাজিন, সাজিদ রিজনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, প্রয়াত আব্দুল লতিফ মাস্টার ছিলেন একজন বর্ষিয়ান রাজনীতিক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন উপজেলা বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদানের কথা নেতাকর্মীরা শ্রদ্ধাভরে স্বরণ রাখবে। প্রসঙ্গত, ২০০২ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং ২০০৬ সালের ১৯ নভেম্বর অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এর সহ সাধারন সম্পাদক ওমর ফারুক সৌরভ ও ছাত্র প্রতিনিধি সোহেল রানা মানিক জানান, কর্মসূচির অংশ হিসেবে সুজানগর উপজেলা পরিষদ চত্বর, থানা চত্বর, ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ, সুজানগর মহিলা ডিগ্রি কলেজ,মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা, মথুরাপুর উচ্চ বিদ্যালয় সহ স্থানীয় বিভিন্ন সরকারি -বেসরকারী প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষের চারা রোপণ করা হয়। এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD