September 15, 2025, 10:24 pm
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;
পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তালমা নদীর পার্ক চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
উদ্বোধন শেষে আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমূখ।