January 5, 2025, 7:01 am
কে এম সোহেব জুয়েল ঃ অবধূত সংঘ বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবারের ন্যায় বাং-২৫ শে কার্তিক ১১ই নভেম্বর সোমবার হইতে বাং-১ অগ্রহায়ণ ১৭ই নভেম্বর রবিবার পর্যন্ত এবারও বরিশাল পোনাবালিয়া ত্রম্ব্যকেশ্বর ভৈরব ৩ নং আন্তর্জাতিক পিঠস্থান ও শক্তিমঠ ঠাকুর বাড়িতে ৭দিন ব্যাপি কার্তিকী পর্বোৎসব- ২০২৪ পালিত হয়।
এই বিশাল অনুষ্ঠানটি সু-সম্পূর্ণ ও সার্থক করার লক্ষ্যে বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ ছিল চোখে পড়ার মত ও প্রশংসিত।
(পুরো এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত ছিল)
এই মহা শান্তি উৎসবে সনাতনী অবধূত সংঘের প্রায় ৩০ হাজার গুরু-ভক্ত ভাই-বোনের সমন্বয় ঘটে, এসময় এক মহামিলন-মেলায় পরিণত হয়।
বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে থেকে ৭দিনের এই ব্যাপক উৎসবটি পূর্ণতা পায়।
এসময় শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ গুরু মহারাজ ও লক্ষ্মী মাতাজীর স্বরণে ৩২ প্রহর নাম কীর্তন ও মহা প্রসাদ বিতরণ কার্যক্রম চলমান থাকে।
কীর্তনীয়াদের মাঝে প্রথম ও দ্বিতীয় থেকে শুরু করে দশম পর্যন্ত স্বর্ণ এবং রুপার মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।
এদিকে জীব ও জগতের শান্তি কামনায় মহাযজ্ঞ করেন বর্তমান অবধূত ভক্ত সন্তানের স্বশরিরস্ত বর্তমান ঠাকুর শেখরানন্দ গুর মহারাজ।
অবধূত সংঘের কার্তিকী পর্বোৎসব সংহতি প্রকাশ করেন- অবধূত সংঘ বাংলাদেশের আহ্বায়ক : আর কে মন্ডল (রবিন),
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন বাংলাদেশ),
সৎসঙ্গ বাংলাদেশ,
হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ।
আপম শান্তি প্রিয় জনসাধারণ প্রমূখ্।
বিশ্ব শান্তি প্রার্থনার মধ্যে দিয়ে মহা উৎসবটির সমাপ্তি ঘাটে।।