ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লা-শ উদ্ধার

ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। স্থানীয় ও প্রতিবেশীরা জানায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল খালেকের বাসায় তিনতালায় এক বছর ধরে ভাড়াটিয়া হিসেবে আছে। ইউপি চেয়ারম্যান পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। গত মঙ্গলবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। পরে নাসিমা তার ভাই জুয়েলকে ফোন দিয়ে আসতে বলে, জুয়েল এলেই তাকে মারপিট শুরু করে চেয়ারম্যান। সন্ধ্যায় নাসিমা ভাইকে নিয়ে বাড়িতে চলে যায়। গত দুইদিন ধরে চেয়ারম্যানের বোন চায়না ফোন দিলে ভাই ফোন রিসিভ করে না, তাতে সন্দেহ হলে সকাল ১১টায়  ছুটে আসে ভাইয়ের বাসায়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানে সঙ্গে ঝুলে থাকতে দেখতে পায়। দুইদিন আগে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সে মাদকাসক্ত ছিল ও পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, আমি ঘটনাস্থলে আছি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট আসলে পরে দেখা যাবে, পরিবারের কেউ মামলা করতে আসলে মামলা নেয়া হবে। আমি শুনেছি সে নাকি মাদকাসক্ত ছিল এবং পারিবারিক কলহ আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *