December 26, 2024, 11:56 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) নাজিরগঞ্জ বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠনকল্পে নাজিরগঞ্জ বাজারের সকল দোকানদার ও দোকান মালিকগণ জরুরী সভার আয়োজন করেন। বাজার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায়
সম্মিলিত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস ছাত্তার খানকে সভাপতি ও নয়ন মন্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি উজ্জল মন্ডল,যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার ও ক্যাশিয়ার মোঃ ওসমান গনি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার খান ও সাধারণ সম্পাদক নয়ন মন্ডল তাদেরকে সভাপতি ওসাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাজারের সকল ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানান। এবং নাজিরগঞ্জ বাজার ব্যবসায়ীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে বাজার পরিচালনা করবেন এবং বাজার উন্নয়নের স্বার্থে আমাদেরকে ডাকলে পাশে পাবেন বলে ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।