December 26, 2024, 9:30 pm
বায়জিদ হোসেন, মোংলা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমীর আ্যড. মাওলানা শেখ আ: ওয়াদুদ বলেছেন, ৫ আগস্ট দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে জনতার মুক্তি মিলেছে।
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গায়ের জোরে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতার টিকে থাকা যায় না। আজ তারাই পালিয়ে গেছে যারা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। দেশের স্বার্থে ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালীরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা দল, ধর্ম ও গোষ্ঠীর ভিত্তিতে জাতিকে আর বিভক্ত হতে দেব না। জাতিকে ভাগ করার দিন শেষ হয়েছে জানিয়ে ওয়াদুদ আরো বলেন, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসররা বছরের পর বছর ধরে মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতার বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতেই হবে।
শনিবার (৯ নভেম্বর) বিকালে মিঠাখালী ইউনিয়নের ৪.৫.৬ এবং ৭ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে
গোয়ালীরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণ-সমাবেশ জামায়াতের ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওঃ সিফাতুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাড: শেখ আ: ওয়াদুদ। আয়োজিত এ গণ-সমাবেশে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আধ্যাপক কহিনুর সরদার, সেক্রেটারী আবু হানিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জহির উদ্দিন বাবর, ইউনিয়ন জামায়াতের আমীর নূর মেহাম্মাদ হেলালী, সেক্রেটারী রশিদুজ্জামান শিশির, উপজেলা শিবির সভাপতি
মুজাহিদ ইসলাম তামিম, সহ স্থানীয় নেতারা।
দির্ঘ ১৬ বছর পর গোয়ালীরমেঠ স্কুল মাঠে এ গনসমাবেশ
হাজার ও জনতার মাঝে ছিলো বাধ ভাঙ্গা উচ্ছাস।
এর আগে দুপুরের কিছু পর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতা কর্মী ও সমর্থকেরা জড় হতে থাকে সমাবেশ স্থলে।