রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

আলিফ হোসেনঃ
রাজশাহীতে মাদরাসা নির্মাণের নামে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এদিকে ভুক্তভোগী জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গত ৫ নভেম্বর মঙ্গলবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ওই জমির মালিক উম্মে হানী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ বছর আগে নতুন বুধপাড়া এলাকায় সোয়া ছয় কাটা জমি কিনেন। গত ২০ অক্টোবর সেই জমিতে তিনি সীমানা প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করেন। কিন্ত্ত স্থানীয় বাসিন্দা মোজাম্মেলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এসে আমাদের প্রাচীর বন্ধের হুমকি দেয়। এরপরও আমরা সীমানা প্রাচীর নির্মাণ করি। তবে গত ২৭ অক্টোবর রাতে মোজাম্মেল নেতৃত্বে বেশ কয়েকজন এসে আমাদের সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙ্গে দেয়। এ ঘটনায় গত ৩ নভেম্বর মতিহার থানায় সাধারণ ডায়েরি করি। তিনি আরো বলেন, গত ৩ নভেম্বর আবারো ভাঙ্গা অংশের প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করলে মোজাম্মেলসহ প্রায় ৩০-৪০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সীমানা প্রাচীরের নির্মাণ কাজ বন্ধের হুমকি দেন এবং বলেন, জমির উত্তর দিকে মাদরাসা নির্মাণ করা হবে তাই আপনাদের ২ ফিট জমি দান করতে হবে। এমতাবস্থায় আমরা তাদের ২ ফিট জমি কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তারা তা কিনতে অস্বীকৃতি জানিয়ে জোরপূর্বক ২ ফিট জমি দখলে নেয়ার হুমকি প্রদান করেন। এসময় রাতেই প্রাচীর ভেঙে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরদিন সকালে গিয়ে দেখি তারা উত্তর দিকের প্রাচীর ভেঙ্গে ফেলেছে।
সংশ্লিষ্ট বিভাাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মাদরাসা তৈরির কথা বলে ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমার জমি দখলের নেয়ার চেষ্টা করছে মোজাম্মেল। এবিষয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেও প্রশাসনের কোনো সহযোগীতা পায়নি। এমতাবস্থায় পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। আমি চায় এর একটা সুষ্ঠু সমাধান হোক। তারা যদি এই ২ ফিট জমি নিতে চায় তবে তাদের আমার কাছ থেকে কিনে নিতে হবে। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার মোজাম্মেল হকের মুঠো ফোনে কল দেয়া হলেও তিনি ধরেননি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *