ময়মনসিংহ ট্যাক্সেস বারের এডহক কমিটির আহবায়ক এড সাজ্জাদ, যুগ্ম আহবায়ক আজিজুল

নিজস্ব প্রতিবেদক
দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমান আকন্দ (নয়ন) কে আহবায়ক ও আয়কর আইনজীবি এডভোকেট আজিজুল হাই সোহাগকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট মোঃ আব্দুস সালাম ভূইয়া, এডভোকেট মোঃ নজরুল ইসলাম ও আয়কর আইনজীবি মোঃ মনোয়ার হোসেন খান সুমন।

পুর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামীতে একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি উপহার দিয়ে দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যক্রমকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে আগামীতে আরো এগিয়ে নিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বাছাই করে এই এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যাক্সেস বার এসোসিয়েশন ময়মনসিংহের নেতৃবৃন্দরা। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদককে তার কর্তৃত্বে থাকা সমিতির প্রয়োজনীয় খাতাপত্র অন্যান্য দায় দায়িত্ব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বুঝিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *