নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে মা ছেলেকে হাতুড়ি পিটা করল প্রতিপক্ষ

আনোয়ার হোসেন।।

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উমা রানি ঘোষ(৩২) এবং প্রশান্ত দাস(১৬) নামে মা ছেলেকে হাতুড়ি পিটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পরে উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মা ও ছেলের মধ্য উমা রানির অবস্থা গুরুতর বুজে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার বলেছেন, উমার অবস্থা অনেকটা গুরুতর। মাথায় বেশ আঘাত দেখা যাচ্ছে।

উমার ভাই সত্যজিৎ ঘোষের অভিযোগ, প্রতিবেশি ইমরান,হালিম,লোকমান ও আরিফ গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলমান। তিনি বলেন আমাদের পঞ্চাশ বছরের একটি ভোগ দখলিয় জমিতে দখল নেয়ার জন্য কয়েক বছর যাবত পায়তারা চালাচ্ছিল। বিগত দিনে সে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ফালানোর চেষ্টা চালায়। এসময় আমার বোন উমা বাধা দিতে গেলে তারা বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে ধরে। বোন ডাকচিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ছেলে এগিয়ে এসে মাকে রক্ষা করার চেষ্টা করলে ছেলেকে মারধর করে। পরে আমার ভাইয়ের বউ শিবানি এগিয়ে এলে তারা সবাই মিলে বেধড়ক মারধর করে।

উমার ছেলে প্রশান্ত ঘোষ, অভিযোগ করে বলেন, তারা আমাদের জমিতে দখলপ আসে। এসময় কেউ বাড়ীতে ছিলনা। মা বিষয়টি দেখে বাধা দিতে গেলে তারা আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পূনরায় পুকুরে ফেলে পানিতে চুবিয়ে ধরে। আমি মাকে বাচাতে আমাকেও অনেক মেরেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান অভিযোগ অস্বীকার বলেন, বিশ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পরে, আমরা আমাদের জায়গায় বালি ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। এমন সময় উমা রানি ও তার ছেলে এসে আমাদের উপর চড়াও হয়। এমন সময় আমার হাতে থাকা হাতুড়ি হয়তো উমার মাথায় লাগতে পারে।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো: বনি আমীন জানান, ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *