কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই ডাকাত কে আটক করেছে। বুড়িচং থানা পুলিশ সূত্রে জানাযায়,
গত ৩০ অক্টোবর রাত ৩ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপুর গ্রামের চৌধূরী ব্রীজ এলাকায় ১০/১৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন যাত্রী ও ড্রাইভারদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল সেট এবং মোটর চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আর্দশ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে মোটর চালিত অটোরিক্সাসহ ২ জন ডাকাতকে আটক করেছে।
বুড়িচং থানার এস আই নুূরুল ইসলাম বলেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁনপুর ব্রিজ এলাকা থেকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ষ্টেশন গ্রামের আবু কালামের ছেলে হযরত আলী এবং কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জুয়েলকে আটক করেছে।
Leave a Reply